বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১২:৫০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১২:৫৩ পিএম
সরকারি সব গ্রেডের চাকরিতে কোটার পরিমাণ কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেন গেইটের সামনে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে মেন গেইট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় তারা।
এ সময় তারা ‘দেশটা নয় পাকিস্তান কোটার হবে অবসান, 'কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই', 'নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর।' এসব স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা জানান, অল্প সংখ্যক জনগোষ্ঠীর জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তা বৈষম্যমূলক। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।