বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:২৫ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ষষ্ঠ দিনের মতো কোটাবিরোধী আন্দোলন চলছে। এতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো বুধবার (১০ জুলাই) সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রঙ্গণের সামনে অবস্থান নেয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেয়। পরে দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে।
উল্লেখ্য, সারা দেশে কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।