বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১২:৩১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:২১ পিএম
এক দফা এক দাবিতে দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। আপিল বিভাগের শুনানি শিক্ষার্থীদের পক্ষে না এলে অবরোধ চলবে সারা দিন।
এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটাপ্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকে।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) শিক্ষার্থীরা সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে দিনব্যাপী অবরোধ পালন করে।