বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১২:৫৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৩:১০ পিএম
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পুনর্বহালে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৯ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন। লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা এক ধরনের বৈষম্যের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। তাদের পরবর্তী সময়ের প্রজন্মের সবাই এই বৈষম্যের স্বীকার হবে। তারা এই বৈষম্য চায় না। তারা চায় পরীক্ষা দিয়ে, মেধার ভিত্তিতে যারা যোগ্য তারাই চাকরি পাবেন এমন আইন। দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে বুধবার হাইকোর্টের রায় ঘোষণার
পর সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। পরের দিন বৃহস্পতিবারও বিকালে
রাজু ভাস্কর্যের সাসনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান তারা।