× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোয়ানসি বিশ্ববিদ্যালয় ডিলান থমাস পুরস্কার ২০২৩-এর শর্টলিস্ট

ধানসিড়ি ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৪৬ পিএম

সোয়ানসি বিশ্ববিদ্যালয় ডিলান থমাস পুরস্কার ২০২৩-এর শর্টলিস্ট

সোয়ানসি বিশ্ববিদ্যালয় ডিলান থমাস পুরস্কার ২০২৩-এর শর্টলিস্টে তিনটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ ও একটি কাব্যগ্রন্থ বাছাই করা হয়েছে। ১১ মে ২০ হাজার পাউন্ড সমমূল্যের এই পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিবছর ৪০ অনূর্ধ্ব লেখকদের ইংরেজি ভাষার সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের পরিচালনা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ‘এবারের শর্টলিস্টে বাছাই করা প্রতিটি বই বিষয়বস্তু, আঙ্গিক ও লেখার ধরনে অভিনবত্বের দাবিদার। কারণ এবার তাসমানিয়ার গ্রামীণ অঞ্চলের পটে লেখা গল্প পাওয়া গেছে। তাছাড়া আইরিশ উপকূলের মনোরম পটভূমি ছাড়িয়ে নাইজেরিয়া এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক সময় নিয়ে লেখা গল্পও আছে। শর্টলিস্টে নির্বাচিত প্রত্যেকেই প্রতিভাবান। প্রত্যেকের লেখায় নতুনত্ব রয়েছে। কখনও কখনও আপনি চমকে উঠবেন তাদের বক্তব্যে। এমন লেখকদেরই তো আমরা খুঁজি, যারা পাঠকদের টেনে নেয় তাদের লেখার জগতে।’

শর্টলিস্টে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ার রবি আরনটের উপন্যাস লিম্বারলস্ট, আয়ারল্যান্ডের পটে লেখা সারা বাউমের উপন্যাস সেভেন স্টেপলস, নাইজেরিয়ান লেখক আরিঞ্জে ইফিকান্ডুর ছোট গল্পগ্রন্থ গডস চিলড্রেন্স আর লিটল ব্রোকেন থিংগস, যুক্তরাজ্যের লেখক শিনা প্যাটেলের উপন্যাস আই অ্যাম আ ফ্যান, যুক্তরাজ্যের লেখক সাবা স্যামসের গল্পগ্রন্থ সেন্ড ন্যুডস এবং সোমালিয়ার কবি ওয়ারসান শায়ারের কাব্যগ্রন্থ ব্লেস দ্য ডটার রেইজড বাই এ ভয়েস ইন হার হেড বাই ওয়ারসান শায়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা