মাহফুজা অনন্যা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৫১ পিএম
রাতের আলোয় ভিজে যাওয়া ফুটপাত দাঁড়িয়ে আছে,
একটা বিড়াল ময়লার স্তূপে দর্শন খুঁজছে-
তাকিয়ে দেখি, হারানো বিজ্ঞপ্তিÑ
কোথাও কারো প্রেমিকা হারিয়ে গেছে, চায়ের কাপে জ্বলছে শূন্যতা!
সহানুভূতির শব্দ মিলিয়ে গেছে,
কিবোর্ড কাঁদে,
আঙুলের নিচে আটকে থাকা অনুভূতিগুলো
বাইনারি কোড হয়ে ভাসে।
ড্রাফটে কষ্ট জমিয়ে রাখে সময়,
ডিলিটেড মেসেজের মতো ঝাপসা প্রেম মুক্তি চায়...
সাইনবোর্ডের নিচে দরকষাকষি করে কবিতা, তার ভাষা-বিক্ষিপ্ত, অসংলগ্ন,
কবি অর্থ খোঁজে অর্থহীন সমগ্রর ভেতর।