মাসুদার রহমান
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৯ পিএম
কাঠের ছোট্ট গিটার; বাজাচ্ছে জন্মের ছয়দিন পর মরে যাওয়া
আমার ছোট্ট ভাইটি
ওর জন্মদিনে গিটারটি উপহার দিয়েছিল মিসরের দ্বিতীয় ফারাও
রামেসিস
ওর মিউজিকের সঙ্গে উদ্দাম নেচে নেচে কে গাইছেÑ ‘শিল্পীর মৃত্যু নেই’
বব ডিলান, নাকি আইয়ুব বাচ্চু...
সমগ্র আকাশ মিউজিক্যাল স্টেজ আর এই গিটার ও গান
সম্প্রচারিত হচ্ছে অন্যসব আকাশে আকাশে
আমরা নৈঋতে বসে মিউজিক্যাল সন্ধ্যাটি উপভোগ করছি