স্থাপিত ১৯৭১
মুজিব ইরম
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৮ পিএম
এ দোকান প্রাচীন দোকান, নয়া ভেবে ভুল করিও না।
একদা আমিও লিখিয়াছি বটে- এই খানে রাজনৈতিক আলাপ নিষেধ, আজকাল মুছিয়া দিয়াছি। আলাপ করিও তোমার অধিকার, প্রতিবাদ, তোমার চেতনা।… প্রেমের দোকান আমি খুলিয়াছি। বহুবার। করিয়াছি প্রেমের বেসাতি। এ দোকান কিছুটা আলাদা।… লোকে বলে ব্যর্থ লোক, ব্যর্থ মহাজন। তবু আমি খুলে রাখি দোকান আমার। মূল্যহ্রাসে নিজেরে বিকাই। তুমিও আসিও তবে সখীসনে। আলাপ করিও প্রেম, রাজনীতি, অধিকার, বাসনা তোমার।
এমন দোকানি আমি, বারবার ফতুর হয়েছি। আমি তো তোমার আশে নিয়ত রয়েছি।