বুলান্দ জাভীর
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৬ পিএম
তোমার হাতে আপেলগুলো
পোষা পাখির মতো
কোমল যত্নের ছায়ায় মগ্ন।
এত যত্ন করে কাটো
মনে হয় উষ্ণ পালকের ভেতর
আঙুল বুলিয়ে দিচ্ছো।
আমি নেশায় বুঁদ হয়ে দেখি
এত কমনীয় ভাবে আমি কখনও কাউকে
আপেল কাটতে দেখিনি
তোমার আদরমাখা আপেলের টুকরোগুলো
মনে হচ্ছিল তোমার হৃদয়ের টুকরো।
আমি স্বপ্নাবিষ্ট হয়ে দেখি-
মনে হয় অনাদিকাল থেকে
তুমি আপেল কাটছো
আর আমি স্বপ্নাবিষ্ট হয়ে দেখছি
মানুষের বুকভরা ভালোবাসা কীভাবে
প্রিয়জনের উদ্দেশে পরিবেশনার মধ্যে
খাবার তৈরির মধ্যে
উজাড়ভাবে প্রকাশিত হয়।