জারিফ আলম
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫২ পিএম
চোখের ভেতরে এখনো কতগুলো স্বপ্ন জেগে আছে
নিদ্রাহীন থেকে থেকে উড়ে যাচ্ছে চৈত্রের বাতাসে
টুকটুকে লাল তরমুজ থেকে কতগুলো সোনালি শৈশব।
একটি নকআউট বৈশাখ এখনো ডাকছে সময়ে-অসময়ে
ভয় পেয়ো না এমন দরদি আবাহনে।
ঘর আর গৃহস্থালির প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে আজকাল
তাই বৈশাখের দুরন্ত মেঘ আবেগ ছড়িয়ে যাবে এখানে।
ক্ষুৎপিপসার কিছু চিহ্ন রয়ে গেছে মানুষের পৃথিবীতে
এই কোলাহল ঝড়ের কবলে প্রতিদিন।
মা, এমন দিনে নিজেকে গুটিয়ে ফেলেছে
তেমন বনিবনা নেই তার; না চৈত্রের খরখরে রোদ্দুরে
না এমন বৈশাখে উড়ে যাওয়া কোনো পাতার জীবনীতে।
কতগুলো প্রশ্ন আর বিস্ময় রেখে শুদ্ধতার গল্প নিয়ে
কখনো বুকে কখনো চোখে কিছু আর্ত পদাবলি
উৎসর্গ করে যাই মানুষ আর ইতিহাসের নামে।