তাসনুভা অরিন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫১ পিএম
করতলে চৈত্র নিয়ে
হাত বাড়াই মেঘের দিকে
আসে বৈশাখ, আসে ঝড়
‘এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ’
লেট দেম আনফ্রেন্ড ইউ
লেট দেম গো। মুভ অন, মুভ অন।
গলছে ভূগোল এভাবেই।
আহ্নিক গতিতে-
মানুষের প্রাইভেট জীবন।
বাড়ছে করতলে তাপ।
মেঘ ছুঁতে চেয়ে হাতগুলো আজ ঘুড়ি, উড়ছেÑ
আরও ওপরে, আরও ওপারে।
যেন তারা খেলতে খেলতে-
হটাৎ যুদ্ধবাজ, রক্তাক্ত আকাশ।
পেছন থেকে ডাক দিয়ে ডেডেলাস, বলছে না
‘বাবা ইকারুস, অত নিচে নেমো না, ডুবে যাবে, অত ওপরে উড়ো না, গলে যাবে’