জিয়াবুল ইবন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৬ পিএম
টিফিন ক্যারিয়ার হাতে
এমন দুরারোগ্য সাহসে হাঁটছ মেয়ে
তামাটে বর্ণের স্বাচ্ছন্দ্যে
নিরালা গলির লেটনাইট সিটি তোমার গায়ে লাগছে না
জানি সেলাইকলের ভেতরে আরও অনিরাপদ
ছলনায় হেরে যায় প্রতিটি দিন
ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে
আমরা আসলে পরাজিত মানুষই
লোডশেডিং কণ্ঠে
আটপৌরে আলোর খুপরিতে ঢুকে যাই চুপিসারে
বিছানায় গা এলিয়ে নিউজফিড স্ক্রল করি
কবিতা লিখি তোমাকে কবিতা শোনাই
হুডখোলা রিকশায় সারা শহর ঘুরি
দিনজুড়ে পহেলা বৈশাখ আমাদের
পান্তা ইলিশের করপোরেট ফ্লেভারে নয়
সন্ধ্যারাতে তোমার ডেরায়
খুদের ভাত
চ্যাপা শুঁটকির ঘ্রাণের কাছে
অন্ধ অনুরাগে নতমুখ