মনসুর আজিজ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৫ পিএম
কোথায় মিলিয়ে গেলো সেইসব খরতাপ দিন
পাতাঘেরা শীতাতপ বৃক্ষরা জুড়িয়ে দিতো হাল বাওয়া দেহ
দরিয়ায় ডাক এলে প্রেমেপড়া বালিকার মতো নেচে উঠতো খালবিল
জোয়ারের নতুন পানিতে দুই পার নেচে উঠতো বেণি করা চুলের মতো
ফাটা মাঠে খেলে যেতো ফসলের হাসি
চৈত্রের দাবদাহ মিলিয়ে যেত বৈশাখী মেঘের গর্জনে
বৃষ্টির ছাটে প্রকৃতির রুক্ষতায় বিলিয়ে দিতো নরম পরশ
আকাশে এখনো মেঘ ডাকে
অনাহারী রোগক্লীষ্ট নদী শুধু নেচে উঠতে পারে না কোমর দুলিয়ে
বৃক্ষবিনাশী জনপদ তাই জ্বলে ওঠে বাজপড়া দিনে
ঝড়ের তাণ্ডবে উড়ে যায় লোকালয়
বিস্মৃতির অতলে ডুব দেয় কালের খিজির
নতুন বৃষ্টির পোনা ছেড়ে দেয় ঝাঁকে ঝাঁকে
প্রাণ পেয়ে খালবিল জেগে ওঠে নতুনধারায়
চোখের তারায় তখন আলপনা আঁকে যুগের রাখাল।