তপন বাগচী
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ পিএম
আমার প্রস্থান হোক অন্ত্যমিলে পয়ারের ছন্দে
সুরে-বাঁধা থাকে শুভ সকলের পালক-জীবন
ভুলেও ভুগিনি অকপট চিরায়ত দ্বিধাদ্বন্দ্বে
সহজে কি পোষ মানে কর্মসাধু অতিক্রান্ত মন!
বাগানের ফলন্ত বিটপী আমি উপড়ে ফেলিনি
ভ্রাতৃশোকী জনতাকে দেখে আমি দিই নাই গালি
মথুরার হাটে গিয়ে করি নাই রম্ভা বিকিকিনি
দিই নাই বাড়াভাতে ছাই, কারো মুখে চুনকালি।
আমার বিদায়ক্ষণে পুচ্ছ নেড়ে উড়ে যাবে কাক
অবসন্তে সুর দেবে শোকাতুর প্রাণের কোকিল
গোপনে ক্রন্দনে কেউ সুর খুঁজে গলাবে না নাক।
দুলবে ঘাসের ঝাঁকে তিরতির বাঘিয়ার বিল
যেভাবে এসেছিলাম, সেভাবেই একা যাই চলে
কে আর বাঁধতে পারে অনাদরে করুণ শৃঙ্খলে!