রেজা ফারুক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪১ পিএম
বৈশাখ তুমি এতোদিন কোথায় ছিলে?
পদ্মায় নাকি যমুনার চরে, বঙ্গোপসাগরে ছিলে
ফিশিং ট্রলারে ওড়া লাল ফ্ল্যাগ স্ট্যান্ডে তুখোড় হাওয়ায়
ইলিশের রাঙা ফুলকায়
সি-গালের রৌদ্রোদিত শাদা পালকে ছিলে
রমনার বটমূলে, রবীন্দ্র সরোবরে
ঝকঝকে ভোরের ফ্লাইওভারে
কিংবা শীতলক্ষ্যায় হাওয়া বদলাতে আসা
জলেভাসা পরীদের মায়াবী বজরার ডেকে।
এতোদিন কোথায় না খুঁজেছি তোমাকে
বলো, গিয়েছিলে কোন গোল্লায়
দমকা বাতাস থেকে তুলে এনে এক আঁজলা
জ্যোৎস্নার মতো রেখেছি তোমাকে আমি রুমালে জড়িয়ে
তবু ছড়িয়ে তুমি একরোখা ধুলো মাঠে মাঠে গ্যাছো ছুটে
যেনো শেষরাত্রির ঝড়োত্তাল আপট্রেন
রাখতে পারিনি ধরে কৌটোয় লাল, নীল, হলুদ ফড়িং
রিমঝিম বাদলাঘন করৌঞ্জের বনে ছিলে
দিনান্তের পাখির ডানায়, পান্তা-ইলিশে
ঝাপসা কুয়াশার র্যাকে ছিলে ডুবে চৈত্রহারা নিঝুম-নিশীথে।
ক্রিসেনথিমামে ছিলে, ছিলে শাদা জুঁইয়ের আস্তিনে
ইভনিং শো থেকে ফেরা এক মেঘের কিশোর
ছিলে ওই কিশোরের মেঘলা ভীরু মনে
হাফপ্যান্ট পরা লাল দুপুরের রোয়াকরা বিমর্ষ লনে
গোধূলির অবতরণহীন রেলিঙে ছিলে বৈশাখ
তুমি কি ছিলে নীল কার পার্কিং-এ থেমে থাকা
লাল ভক্সওয়াগনের বনেটে ঝরা
মেঘ শিরিষের রাশি রাশি তুমুল পাতায় রচিত মনোগ্রামে
ছিলে ধুম বৃষ্টির স্কটজ্বলা ধূসর এরোড্রামে।