গোলাম কিবরিয়া পিনু
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৩৯ পিএম
বৈশাখ যখন বেণু বাজাতে বাজাতে
এ-ভূখণ্ডে আসে,
তখন জল-ঝোড়ো হাওয়ার মধ্যে
পুষ্পরেণু ভিজে গিয়ে,
কী সজীবতায় জেগে ওঠে!
যখন কলার কাঁদিতে রোদ পড়ে
তখন কলাগাছের কান্না থেমে যায়,
প্রসববন্ধন চনমনে হয়ে ওঠে!
অটবি অটল থাকে সবুজে সবুজে
কিরণমণ্ডিত হয়ে যায় চারপাশ!
বৈশাখও বাংলার এক ঋতুশিল্পী
সব ঋতুর সে উদ্বোধক,
প্রকৃতির কত রং তার রংতুলিতে!
আত্মরক্ষার বাঁশি বাজিয়ে বাজিয়ে
সাজিয়ে সাজিয়ে
আত্মনাশ থেকে রক্ষা করে আমাদের,
-আত্মানুসন্ধানে!