নাসির আহমেদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৩৬ পিএম
জীর্ণ মলিন দিনের ধুলোয় মাখা
পথে-প্রান্তরে তীব্র দহন সূর্যের লেলিহান!
শুষ্ক রুক্ষ ঝরাপাতা ওড়ে প্রবল চৈত্রদাহে
বৃষ্টিতৃষ্ণ সোনার বাংলা জ্বলছে আমার স্নায়ুর গভীরে।
প্রতীক্ষা যেন ক্লান্ত চাতক: নববর্ষের নবীন সকালে আসবে শীতল
ধারাবরিষণ!
স্নায়ুকোষে দাও মুষলধারার হঠাৎ বৃষ্টি রবিঠাকুরের প্রার্থনা সংগীতে।
যদিও সূর্য ঝরায় আগুন! তবু চেতনায় দাও বৃষ্টির সুর!
সেই কবেকার শৈশব থেকে উঠে আসে নববর্ষের গান!
‘বরিস ধরার মাঝে’ অফুরান ‘শান্তির বারি’ এসো বৈশাখ!
আনো শস্যের সম্ভাবনায় সবুজ-শ্যামল শস্যের দিন।
আনো হালখাতা জীবনের দেনা মিটাও এবার আশা।
আশার ভেলায় ভাসুক জীবন, স্নায়ুজুড়ে দাও আশা
ধু-ধু দহনের ভেতরে ছন্দে বাজুক বৃষ্টি-নূপুরের ধ্বনি
নববর্ষের খোল-করতালে, লাঠি খেলা আর ধামাল নৃত্যে,
গানে উল্লাসে জননী স্বদেশ জাগুক অঙ্গীকারে!
চেতনায় আনো সেই আহ্বান, চির নতুনেরে ডাক দেয়া গান
বৃষ্টি তোমার স্পর্শে এবার জুড়াও এ প্রাণ, অন্নপূর্ণা হোক এই দেশ।