সীমান্ত হেলাল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৬ পিএম
আমাকে ভাবতে দাও।
মাপতে দাও কোন চাহিদামাপিক জীবনের কোলাজ।
অরণ্যে ফুটে থাকা ধুতুরা ফুলের রূপ দেখে
পাগল হওয়ার কোন মাহাত্ম্য নেই।
যদি তুমি পান না করো পাপড়ির আবেহায়াত...
অতি পবিত্র দিন আর অতি শাদা রাতের চঞ্চলতায়―
দানবীয় অট্টহাসিতে সুখী হয়ে উঠবে
চাহিদাহীন কোন পরম্পরায়
ভাবতে ভাবতে সময় বয়ে যাচ্ছে চিন্তার অধিক
মাপতে মাপতে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাঙ্ক্ষার সীমানা!
অথচ; অমীমাংসিত একটা জীবন পার হয়ে গেল―
ভাবনাহীন-অন্যমনস্কতায়...