মাহী ফ্লোরা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৩৭ পিএম
এখন আমরা ক্লাস নাইন।
এখন পূজোর থালার মতো চাঁদ
আমাদের মাথার ওপর।
এখন প্রদীপ শিখার মতো কাঁপছি আমরা।
খুব রাত নেমে আসছে ঘরে ফেরা পাখির মতো।
এখন বেড়ালের চোখ থেকে
তেজি আলো আমাদের পথ দেখাবে।
আমরা যতটা অরণ্যে যাব
ততটাই হারাব শোভনীয় পথ।
এমন স্বতন্ত্র কোনো কালীমন্দির ডাকবে আয়, আয়।
রক্তের ভয় আমাদেরও আছে।
তবু পালাব না আমরা।
এসব রক্তেই লেখা হবে নতুন কোনো তারুণ্য!