অপু মেহেদী
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৩৪ পিএম
পথমাত্রই নিজানার নির্দেশক
যাত্রা
↓
নিঃশেষ ↔ নিখোঁজ
মিথ ও মৈথুনের রথে মানুষ আশ্চর্য শকট,
হয় পথ ভোলে । নয় পথ খোলে
পাঞ্জেরি, এবার আঙুল নামাও-
হল্ট
স্টপ
সারেন্ডার
শূন্য পন্টুনের ছলাতে ছলাতে ভাসুক
দিগ্ভ্রান্ত নাইয়ার আহা আহা
গন্তব্যই পথিকের লক্ষ্য নয়,
উদ্দেশ্য যখন হাঁটা...