কামরুল বাহার আরিফ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৩০ পিএম
কৈলাশ বেণির শত ফুলে
কোন ফুল তুমি! বলে দাও।
তোমার গন্ধ নিতে
যদি এই নাক ছুঁয়ে দেয়
আর কোনো ফুলে
যদি ভর্ৎসনা করে
আমাকে ঠেলে দাও দূরে
তখন উড়বে না প্রজাপতি—
আর কোনো ভুল হবে ভেবে
বলে দাও, কোন ফুল তুমি!