কবির চান্দ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:২৫ পিএম
বিকেল হাওয়ায় বটের পাতা-
তুমিও কি?
খানিক দূরের ওই আমিটা-
রোমিও কি?
কখন জানি রাত নেমেছে
অন্ধকারে,
হাস্নাহেনা নুইয়ে পড়ে
গন্ধভারে।
ছাদের কোণে কার চপলা
পায়ের মতো,
মাড়িয়ে যায় বাড়িয়ে যায়
বুকের ক্ষত।
সিঁড়ির পাশে দাঁড়াই যদি
অধঃপতন
হোক না তবে আকাশ-জ্বলা
ফুলকি-পতন।
এখন জানি আমিও নেই
তুমিও নেই,
স্মৃতির কফিন জাপটে থাকে
রোমিওকেই।