মাহমুদ কামাল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:২২ পিএম
লাবণ্য তোমার নাম
তুমি ছায়া, প্রেম
আজ ঘুমহীন রাত।
নদীতে জোয়ার তুলে হয়ো না চঞ্চল
লাবণ্য তোমার নাম
অই দেখো পরায়ত্ত সাদা রাজহাঁস।
নূপুর কাঁপিয়ে শব্দ স্খলন করো না
চুপচাপ ঘন কালো আলো
সেই ভালো।
বেড়ালের মতো তুমি এসো
লাবণ্য তোমার নাম
তুমি প্রেম, রতি
আমাদের দুজনের যতি।