ইসমত শিল্পী
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:১১ পিএম
মুখোশ খুলে যাচ্ছে—
একের পর এক
পুরোনো শব্দে
হারিয়ে যাচ্ছে দেহ
আমি আর কী এমন?
রাংতার জলে ধোয়া একাকী বৃক্ষ
তোমাদের কেউ না,
না মানুষ—না আগুন
তুষারাবৃত মৃত এক ইতর বিশেষ।
এসব উদ্ভুত উল্লাস ডিঙিয়ে
আমিই একমাত্র ফাগুন—
গাঁয়ের গন্ধ মেশানো
সামান্য লোক।