নমিতা সরকার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:১০ পিএম
তুমি যে রঙেই সাজো না কেন সেই প্রকৃত রূপেই বিমোহিত, মুগ্ধতার মাখামাখিতে আকৃষ্টতার নিগুঢ় সম্পর্কে জড়িয়ে যায় মন, বাঁধ না মানা এক অজানা সুরে।
তুমি টের পাওনা তোমার প্রকৃত সত্তার গভীরে শ্রদ্ধায় ডুব দিই মনের বিহ্বলতায়।
সবুজ স্নিগ্ধ চিরসবুজ প্রকৃতির সাথে রঙধনুর সাত রঙের মিশ্রিত সূত্রে হাজারো রঙের মেলায় তোমার প্রেমের আবির আনন্দ মায়ায় আপন আবেশে আপোশ করি অনন্ত অঙ্গনে।