শাহিদা সাথী
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:০৮ পিএম
রোদের হাসিতে মরে যায় শিশিরের প্রাণ
ম্লান হয় দূর্বাঘাসের ভালোবাসার টান।
পাতার বুকে আঁকা যত পাখিদের গান
কোলাহল থেমে ডাকে নৈঃশব্দ্যর বান।
পথিকের দেখা চায় ধুলোমাখা মেঠোপথ
পথিক! সে তো বহুদূর! ভাঙা তার রথ।
প্রেমের সুতা দিয়ে বাঁধা আছে চাকা
অপেক্ষার অবসানে জয় হোক আল্লারাখা।