হাসনাত মোবারক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১১:৩১ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১১:৩২ এএম
বসন্তের মন উদাস করা সন্ধ্যা। বইছে ফুরফুরে বাতাস। রাজধানীর লালমাটিয়ার হাওয়া যেন আরও বেশি প্রশান্তি এনে দেয় শিল্পরসিকদের হৃদয়ে। কেননা এ এলাকায় পাশাপাশি গড়ে উঠেছে কয়েকটি শিল্পকর্ম প্রদর্শনীর গ্যালারি। তেমনই একটি শিল্পালয় ডি ব্লকের ৪ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ি। নাম ‘ভূমি গ্যালারি’। এ প্রাঙ্গণে ৭ মার্চ শুরু হয়েছে ‘স্মল বিউটিফুল-২’ শীর্ষক দলীয় প্রদর্শনী। এ আয়োজনটি মূলত ভূমি গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ ব্যবস্থাপনায়।
১২ তরুণ শিল্পীর ১৪ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিখাইল ইদ্রিস ইসলাম। এ প্রদর্শনী সম্পর্কে জামাল আহমেদ বলেন, ‘এ ধরনের আয়োজনে তরুণ শিল্পীরা বেশি বেশি চর্চার মধ্যে থাকতে আগ্রহী হবেন। পাশাপাশি ছবি সংগ্রহের আগ্রহ বাড়বে সাধারণ মানুষের। ১২ শিল্পীর ১০টি করে ১২০টি চিত্রকর্ম দিয়ে গ্যালারির কক্ষগুলো সাজানো হয়েছে। যে চিত্রকর্মগুলো বিভিন্ন মাধ্যম এবং বিষয় উপজীব্য করে আঁকা। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন কাজী শহিদ, আল আখির সরকার, তারেক আমিন, ফারজানা রহমান ববি, নাজমুল হক বাপ্পী, বিপ্লব চক্রবর্তী, মঞ্জুর রশিদ, কামরুজ্জোহা, জিন্নাতুন জান্নাত মুন, রনি মণ্ডল, এনামুজ জাহিদ ও শাকিরুন্নাহার কানন। এখান থেকে সুলভ মূল্যে শিল্পকর্ম সংগ্রহের জন্য সব শিল্পকর্ম ১১ ইঞ্চি/১১ ইঞ্চি ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ রেখে ৫ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছবির দাম ধার্য করা হয়েছে।
এ প্রদর্শনীর শিল্পকর্মে শিল্পীরা তাদের নিজস্ব স্টাইলে জীবন, প্রকৃতি ও জনজীবনের গল্প তুলে ধরেছেন। একটি পূর্ণাঙ্গ গল্পকে ৫ থেকে ১০ ইঞ্চির ক্যানভাস বা কাগজে তুলে ধরেছেন। ছবিগুলো দেখে বোঝা যায়, তাদের নিরীক্ষার ছাপ রয়েছে। ২০ মার্চ, ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী।