ফেরদৌস জান্নাতুল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৪ এএম
শরীরে ক্ষত হলে দৃষ্টি পড়ে
মনের ক্ষত হলে কী হয়?
পুড়ছে মানুষ, পুড়ছে পৃথিবী
সহস্র সহস্র বার,
তবু হাসছে আকাশের নক্ষত্র সব
ছায়াপথ, ব্ল্যাক হোল।
এখন ফাল্গুনে ফুল ফোটে না আর
তখনো ফোটেনি
হাজার বছর আগে পিরামিড থেকে উঁকি দিত মমিসকল
ভেবেছিল হয়তো
এক আশ্বিনে দেখা হবে তার সাথে
এরপর পৃথিবীতে প্রতিদিন পুড়তে শুরু করল মন,
খুঁজে পেল অজানা কারণ