জাফর আহমদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৪ এএম
সেইন্ট পিটার্সবার্গ, এক শীতল প্রভাত,
দস্তয়েভস্কি দাঁড়িয়ে, শেকলে বাঁধা হাত।
ফায়ারিং স্কোয়াডের সামনে, ধীরে বয়ে চলে সময়,
মৃত্যুর অপেক্ষা যেন আরও দীর্ঘতর হয়।
পাঁচটি মিনিটÑএকটি অনন্তকাল,
বিদায়ের শব্দ, স্মৃতির ঝলক, এক মায়াবী জাল।
প্রিয় মুখগুলোকে বিদায় জানিয়ে, জীবনটা দেখে নেয়,
তবু শেষ এক মিনিট কাটে না, কিছুতেই ফুরোয় না সে।
বন্দুকের নল স্থির, চোখ বাঁধা আঁধারে,
বুকের ভেতর ঢেউ ওঠে, প্রতীক্ষার অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে।
কমান্ডারের কণ্ঠে আসে নির্দেশের ধ্বনি,
এক দুই তিন-সময় যেন থমকে দাঁড়ায় ধ্বনিহীন।
ক্লিক-ক্ল্যাক, বন্দুকের শব্দ,
হৃদয়ের গভীরে নামে এক শীতল যন্ত্রণা।
লক্ষ্য স্থির করো!Ñধ্বনি ওঠে আকাশে,
শেষ আর্তনাদ, নিস্তব্ধ কান্না, স্তব্ধ বাতাসে।
তবে কি এখানেই শেষ? তবে কি অন্ধকার?
এক সেকেন্ড পরে কি শূন্যতা, মৃত্যুর পার?
না, হঠাৎই ভেসে আসে নতুন এক শব্দ,
ক্ষমার বার্তা, মুক্তির স্বর, আর এক জীবনযাত্রার শব্দ।
ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে,
সে দেখলÑমৃত্যুর চেয়েও ভয়ংকর অপেক্ষা!
যন্ত্রণার শেষ নেই, সময়ের সীমা নেই,
যে মুহূর্ত এক সেকেন্ড, তা হয়ে ওঠে এক অনন্ত সময়।