হেনরী স্বপন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৪ এএম
তোমার দাম্পত্য সহজেই ভুলে যাবে সবাই
কলহের রোদে পুড়ে যাবে অবসাদে!
তোমার ঠিকানায় জানি, কেউ লিখবে না-
দুপুরের রঙে লাল বিষণ্নতার চিঠি...
তবুও ঈর্ষিত ব্যথায় তুমি
ভুলে যাবে জ্বরের শুশ্রূষা, শাশ্বত সংসার,
রৌদ্রোজ্জ্বল কমলার খোসা;
ভুলে যাবে হলুদ গাজর আর হিজলের ফুল,
কামরাঙা ফলের অসুখে!
ধানের ছড়ার মতো উজ্জ্বলতা,
ওড়নায় ঢাকা বুকের ওড়াউড়িÑ ফড়িংয়ের উচ্ছলতা;
চড়াই পাখির মতো
উড়ে যাওয়া মেঘের বাতাসে
পাশের বাড়ির ছাদ টপকে পালায়
শুকানো নাইটির ঘ্রাণ।