মাহমুদ কামাল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩ এএম
চোখের আড়াল হয়ে যা কিছু হারায়
তাকে আর সহজে খুঁজেই পাই না
এই পড়ন্ত বিকেলে
সময়কে সঙ্গী করে দ্রুতগামী ঢেউগুলো
খেয়ে ফেলে তারুণ্যের বাঁধভাঙা স্রোতে
চোখের আড়াল থেকে খুঁজে ফিরি জনক-জননী
অপত্যস্নেহের মাঝে ওম ছিল নির্ভরতার
সেই স্নেহ ফিরিয়ে দেবো বলে দু’হাত বাড়াতেই
চেয়ে দেখি কখন যে পারম্পর্যসহ
হয়ে গেছে স্নেহের জননী... মেয়ে ও আমার মেয়ে
অতিদ্রুত সন্ধ্যা আসে বলে
শীতের বিকেল খুব সহজে হারায়।