আনিশা আমিন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩ এএম
পরিবর্তনের পালে হাওয়া লাগিয়ে এসেছে বসন্ত। বদলে গেছে প্রকৃতির রূপ ও রঙ। গাছে গাছে ফুটেছে রক্তরাঙা কত কত ফুল। পত্রহীন শিমুলের ডালে বসে পাখি ধরছে গান। বাতাসে ভেসে আসছে কোকিলের কুহুতান। ২২ ফেব্রুয়ারির মিষ্টি বিকাল। রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে বসন্তের চিত্র প্রদশর্নী। প্রথিতযশা ৩৩ শিল্পীর ৭৯টি চিত্রকর্ম নিয়ে বসেছে এ আয়োজন। নানান মাধ্যমে করা এ চিত্রকর্মগুলো শিল্পমানসের খোরাক জোগাচ্ছে। মর্তুজা বশীরের আঁকা নারীর স্কেচ দুটি অনমনস্ক করে তুলবে।
বিমূর্ত ধারার শিল্পী সনৎকরের কাজও এখানে রয়েছে। স্থান দেওয়া হয়েছে এচিং মাধ্যমে করা লালু প্রাসাদ সাউয়ের কাজ।
বরণ্যে শিল্পী হাশেম খানের পাখি। কাব্যের রঙের রফিকুন নবী চিত্রকর্ম। মনিরুল ইসলামের কাজে রয়েছে ভিন্নতা। হামিদুজ্জামানের চিত্রও এ গ্যালারির মাত্রা বাড়িয়ে তুলেছে অনেকখানি। চার কক্ষবিশিষ্টি এ শিল্পালয়ে শোভা পাচ্ছে নানান ধরনের চিত্রকর্ম। মূর্ত ও বিমূর্ত উভয় ধরনের কাজই রয়েছে এখানে।
যে চিত্রকর্মগুলো বিক্রি হয়েছে সেগুলোতে বসানো হয়েছে লালটিপ। শিল্প সংগ্রাহকরা ঘুরে ঘুরে দেখছেন ছবিগুলো। শিল্প সংগ্রাহকের বাইরেও দর্শনার্থীরা আসছেন। দেখছেন, নিজের পছন্দের ছবির সঙ্গে নিজের ছবিটির ক্যামেরায় ধারণ করে নিয়ে যাচ্ছেন। মৈমনসিংহ গীতিকার চরিত্র নিয়ে ছবি আঁকেন আবদুশ শাকুর শাহ। জলরঙে আঁকা তার একটি চিত্রকে মোবাইলের ফ্রেমে নিয়ে ছবি তুলছেন জেরিন ইশরাত। তিনি এসেছেন ধানমন্ডি থেকে।
প্রদর্শনীতে অন্য যেসব শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছেÑ শহীদ কবীর, আবুল বারক আলভী, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখর দে, আদিত্য বসাক, জামাল আহমেদ, রণজিৎ দাশ, আহমেদ সামসুদদ্দৌলা, আইভী জামান, অজিৎ শীল, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, মোহাম্মদ ইকবাল, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, নগরবাসী বর্মন, অরূপ সিনহা, আশরাফুল হাসান, কামরুজ্জামান সাগর, বিপ্লব দাশ, জয়দ্বীপ ভট্টাচার্য, সোহাগ পারভেজ, আবুল্লাহ আল বশীর, সুমন ওয়াহিদ এবং শাহীনূর মামুনের কাজ।
সৈয়দ গোলাম দস্তগীরের ভাষায়, শিল্প শুধু ক্যানভাসে তুলি চালানো নয়; এটি সভ্যতার ভাষা, আত্মপ্রকাশের মাধ্যম। একটা সাধারণ কাঠের চেয়ার থেকে বিশাল নগর সভ্যতার সবকিছুর ভেতরেই তার অস্তিত্ব। কিন্তু একসময় শিল্প ছিল শুধু রাজা-জমিদারদের বিনোদন, সোনালি অন্দরমহলের শোভা।’ এ শিল্প সমালোচকের কথা ধার করে নিয়ে বলা যায়, নগরের এ গ্যালারিগুলো সাধারণের শিল্পের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে গ্যালারি কায়ায় এই প্রদর্শনী ৯ মার্চ পর্যন্ত চলবে । সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনীর দুয়ার। সুযোগ করে ঘুরে আসতে পারেন।