শামস আরোফিন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৭ এএম
হরিণীর লালতিলে ঠোঁট রেখে বেদনা হজম করা যায়
শিশির স্নানে ধোয়া মন নিয়ে প্রতিদিন প্রেমে পড়া যায়
যদি স্বপ্নরা সৃষ্টি করে অনবদ্য শীত কুয়াশার আলনায়
রেশমের তুলতুলে বালিশ নিয়ে মনপাখি ঘুমাতে চায়।
আমি সেই প্রেমিক যে বার বার প্রেমে পড়ে বলে বহুগামী
কখনো সে মনগামী থেকে ঠোঁটগামী বা শরীরগামী হয়
স্বাধীনতার ডানায় উড়তে কখনো পিছপা হয় না যে স্বামী
তাঁকে জীবিকার যাতনায় আটকে রেখে মুচকি হাসো তুমি
আমি সেই সফ্টড্রিংকে চুমুক দেয়া মুহূর্তকে অনন্য করে
বিরহের মেহদিতে রাঙাই স্বপ্নহীন সাদকালো মননীতি
যে আবেগের সাদালাঠি দিয়ে শাসন করতে চায় যৌথজীবন
অথচ তাকে শাসন করে কূপমণ্ডূক জীবিকার স্বৈরাচারী কাম।
তাই উঠোনে গাবের কষের মতো জাল সিদ্ধ করার ন্যায়
মনকে আর সিদ্ধ করো না বিরহের তিক্ত কষে কপোতি,
মন সে তো গ্রহণলাগা সূর্য হয়ে গেছেÑ
তাকে আজ অর্ধকানা হয়ে দেখতে হয়।