কবিতা
জাহিদ হায়দার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:১৫ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম
প্রবা গ্রাফিক্স
আর সে বসেছিল তিনদিক থেকে আসা
তিনটি আলের সংযোগে।
পশ্চিমের মাঠে ধান কাটছে কৃষকের দল,
দক্ষিণের তর্জনী তোলা খর, কথাবলা রত কয়টি শালিখ;
উত্তরে আগাছা তুলছিল কিষানি,
পূর্ব-দিগন্তের পিঠে দুলছে সবুজ ধান।
তরুণীর হাতের বেলুনে পাখি, নদী আর হরিণ আঁকা।
চোখ দেখছে যা কিছু দেখার।
পাশে বাজছে সেলফোন। ধরছে না।
হয়তো একাকী সে নিজস্ব ফসল।