কবিতা
সৈকত হাবিব
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:১৩ এএম
গোধূলির ধূলি নেই আর, তবু আমাদের গ্রাম
অন্তহীন সৌর-সহোদরা, ধূলিগোধূলিময়...
বিকেলের রোদ এসে শুধুই গল্প জমায় আমাদের
গ্রামেÑ গ্রামের ঘাসের-গাছেদের সাথে
সন্ধ্যা নামে, আমাদের গ্রামসন্ধ্যা, পৃথিবীর
রাত্রির সাথে যেনো তার গোপন রাধালীলা
স্বপ্নের ভেতর আছে এক প্রতি-গ্রাম, এই
গ্রামের আড়ালেÑ অনৃত-অনঙ্গ আর শোভন-স্বপ্নজ
হৃদয়ে গ্রামের গল্প অফুরান আর ধানগল্প
যেনো জীবন কেবলি ধানিজমিময়
আমরা কেবলই ফলাই ধানÑ রুপালিসোনালি ধান
এই ধানগল্প অফুরান...