কবিতা
শোয়াইব জিবরান
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:১০ এএম
প্রবা গ্রাফিক্স
বাবা, বাবা বলে যে শিশুটি ছুটে চলেছে
পিতার প্রিজন ভ্যানের পিছে
আমার হৃদয় তো তার সাথেই ছুটে।
অথচ লোকে বলে তোমার সমস্যা কী কবি?
তোমার তো ঝগড়া নেই
রাজার সাথে
আমত্যবর্গের সাথেও তোমার বেশ ওঠাবসা
থাকো আপন মনে ফুল আর পাখির গান নিয়ে মজে।
অথচ তারা জানে না এই নির্বিবাদী হৃদয় আমার
কত কিছুর পিছু ছুটে
ছুটে গুলি খাওয়া বন্ধুর দেহ নিয়ে ছোটা বালকদের পিছু পিছু
পানি লাগবে? পানি?Ñশুনে তৃষ্ণায় আমারও বুক ফাটে
যেন শুকনো মুখে আমিও আছি রাজপথে, ক্ষুধার্ত
আমার ছাওয়াল মারলু ক্যানে
এই চিৎকারে ঘুম আসে না কো।