কবিতা
বীরেন মুখার্জী
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:০২ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:০৪ এএম
প্রবা গ্রাফিক্স
যে পাতায় জমে ওঠে হাটের উৎসব-আত্মানুসন্ধানে, উৎফুল্ল জয়ধ্বনি আর শান্তি আহ্বানে পুড়ে যায় বিমূর্ত সংগীত, পল্লবিত না-বালক হাসিতে প্রাণতা পায় বৃক্ষসভা! আমি সে হাটের পথিক-পদব্রজে সেলাই করি স্বপ্নের নামতা! টেরাকোটা খুঁজতে গিয়ে দেখি মিছিলের সমান বুভুক্ষু মানুষ, রৌদ্রের আঁচড়ে একজীবন ক্ষুধার ভাস্কর্য!
আহা, রৌদ্রময় উৎসব! আহার্য সন্ধানে আমিও এক রক্ত গিনিপিগ, উৎসবের আড়ালে-অপাঠ্য অন্ধকার ছুঁয়ে ফেরি করি নিরলস শ্রম!
দেহের পাতায় ঢেকে জঠরের সম্ভ্রম, সাংস্কৃতিক কোলাজের বিপরীতে বিলাসী পাড়ায় তবু ওড়ে লবণাক্ত ঘুম; রকমারি মোহে তাদেরও ভাবনাহীন জীবন-একতারায়, একবেলা। গুরু গুরু মেঘের সাম্পানে বেহুলাজীবন, আবছায়া সন্ধ্যায় জপে মৃত্যুর নাম। অনিবার্য মৃত্যুই কি তবে জীবনের ভগ্নাংশ?