কবিতা
হাসান হাফিজ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:১৯ পিএম
শীতে চাই ওম
কোথায় যে পাই
অধরাই থাকো, ওগো নারী দূরের পিয়াসী
কখন ঘুমিয়ে গেল ঝাউপাতা, নিঝুম নিদ্রায়
আলতোমৃদু কম্পনে ও শিহরনে
আবারও মিলন হবে মনে মনে
অপেক্ষানিশীথে একা জেগে থাকি
একাকিত্বে কত যে বেদনাকষ্ট
শুধুমাত্র দূরের তারাই জানে
পরবর্তী শীতে হয়তো পুনরায়
দেখা হবে অসময়ে শত্রু অবেলায়
আয়ুধূপ সবটুকু উড়িয়ে পুড়িয়ে
মিলনের স্বপ্ন বুঝি নিরলে শুকায়...