স্নিগ্ধা বাউল
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:০৮ পিএম
তখন প্রখর শীত;
শিশিরেরা বৃষ্টি হয়ে গেছে রাতের শেষে
আমার তোমারেই মনে পড়তেছে
সন্ধ্যায় কী হবে কে জানে;
শিশির কী জানেÑ
পৃথিবীতে দেয়ালেরও কান আছে!
দুপুরে ঝরে গেছে যে পাতা
নিঃশব্দে মাটির কাছে
ফিসফিস করে বলে গেছে
বাতাসে প্রচুর দুঃখ আছেÑ
তারপর শীতের রাতে
নিজেরে জবাগাছ লাগে
বারান্দায় ঝুলছে যার মুখ নতুন কুয়াশায়।