কবিতা
নিজাম বিশ্বাস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৯ পিএম
চলো দূরে নির্জনে কোথাও আমরা বসে থাকি
প্রতিহিংসার পাশে রাখি জুঁই ফুল,
কুয়াশার চাদর মুড়িয়ে চলো বসে থাকি কোনো একলা নদীর পাড়ে,
আমাদের আর কোনো গন্তব্য নেই ধরে নিয়ে
একটা ছৈ নৌকো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাবে
পৃথিবীর কোথাও এমন একাকিনী নদী নাই
তোমার ভেতরে একা এক পাখি মরে গেছে অবহেলায়,
নির্জন সকালে ঘাসের শিশিরে পা ধুয়ে তুমি ফিরে গেছো ঘরে,
পৃথিবীর চিরাচরিত সে ঘর আমাদের আশ্রয় হলো ফের,
আমাদের বিশ্বাসের পাশে এখন অনবরত নিঃশ্বাস ফেলে চন্দ্রবোড়া