কবিতা
জুয়েইরিযাহ মউ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৮ পিএম
গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ
যত ধোঁয়া ধোঁয়া সত্য সব এই শহরেই দেখেছি,
দৃঢ় হতে হয় বলে জেনেছি আরও স্বতন্ত্র, আরও ‘আমি’!
অনেক অন্ধকারের শৈশব, ফাঁকা পেছন-বাড়ি, তুঁতফল গাছ।
পিঠে ঠেস দেওয়া দেয়াল সরে গেলে ভেবেছি অতীত।
চোখ বুজে হেলে পড়তাম যে মানুষের উপর,
তারা হারালেও গাছ হতে পেরেছি।
অন্ধকারের অতীত থাকা ভালো!
তাতে আঁধারে ভয় কমে, গাছেদের মতো!