কবিতা
রিক্তা রিচি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৪ পিএম
গ্রাফিক্স : প্রতিদিনের বাংলাদেশ
ক্যালেন্ডারে ঝুলছে রাত
রাতের শরীর রক্তাক্ত
এমন সহিংস রাতে নগরে ঘন কুয়াশা নামুক
শীতের রঙ আরও গাঢ় হোক।
সেখানে চোখ লুকানোর ভান করুক সুদর্শন প্রাণী।
নয়তো ক্ষুধার্ত নেকড়ে ছিঁড়ে খাবে হরিণীর চোখ।
দারুচিনির বনে যে মায়া ছড়িয়ে আছে
সেখানে চলে যেতে চায় পাখিদের মন
ভোর হলে যে পাখি ডেকে ডেকে সঙ্গী জোগাড় করেÑ
সে জানে শীতের নিঃসঙ্গতার ভয়াবহতা।
তুমি একটি উড়াল পাখি দূরে দূরে থাকো
তোমাকে পালকে পালকে বাঁধব সেই সাধ্য নেই
যদি মন পোড়ে তাহলে মেঘ করা কুয়াশার রাতে ডেরায়
এসো দরজা খুলে যাবে কিশোরীর বিনুনির মতো।