কবিতা
সিকানদার কবীর
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮ এএম
দিনদিন তিলে তিলে বাড়ে শুধু মায়া
অজান্তে মনে যদি পড়ে কারো ছায়া
তুমি তাকে জেনে নিও অতি আপন
অন্তরে বসায়ে তাকে করিও যতন।
যদি সে দূরে থাকে আকাশ যেমন
নদী হয়ে বুকে তারে রাখিও তেমন
তোমাকে মনের মাঝে লুকিয়ে রেখে
যখনই তৃষ্ণা পায় তোমাকে দেখে।
বলে দিও তুমিও তারে যা কিছু কথা
মরে গেলে অগোচরে রয়ে যায় ব্যথা।
হৃদয়ের উতল হাওয়া মানে না মানা
গন্তব্য তো কারোরই থাকে না জানা।
মনের নাগাল যদি মন নাহি পায়
জীবনভর রক্তপাতে কাঁদে হৃদয়।