কবিতা
নাসির আহমেদ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৭ এএম
ভোরের শিশিরে ছিল শিউলির সখ্য
হিম হিম ভোর এবং সান্ধ্য-কুয়াশা
পাতার জানালা গলিয়ে তখন আসতো
উড়ে গেছে সেই হেমন্ত পাখি-স্বভাবে!
ধুনরি ধুনতো কার্পাস তুলো উঠোনে
আসন্ন শীতে নকশিকাঁথার স্বপ্নে
বাবা ফিরতেন সাইকেলে বেল বাজিয়ে;
হেমন্ত আসে, বাবা আর ফিরে আসে না।
মায়ের তখন ব্যস্ততা খুব উঠোনে
শুকোতে দিতেন নতুন আমন রৌদ্রে
চালের পিঠায় নবান্ন হবে বাড়িতে
মাটির তলার আলু হবে শিং-মাগুরে।
নবান্ন নেই, পুকুরও এখন শূন্য
কাশফুল খুঁজে পেতেও গলদঘর্ম
কোনো মাছ ঘাই দেয় না তো জলাশয়েতে
তবু হেমন্ত আসে শৈশব সঙ্গী!
ঘাসফুল যেন ঝরে গেছে সব আড়ালে
তবু হেমন্ত কী চাইতে হাত বাড়ালে!