কবিতা
জাহিদ হায়দার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৬ এএম
পাশের বাসার কার্নিশে দুজন শিশু অন্বেষণে ব্যস্ত।
আমার দিকে চোখ পড়তেই
পানির পাইপ বেয়ে-গতি কাঠবেড়ালের-নেমে আসে।
‘ওখানে কী করছিলে?’ প্রশ্ন সন্দেহের।
ভয়ার্ত চোখ। রক্তশূন্য মুখে বিকালের রৌদ্র বিব্রত।
একজন ময়লা পকেট থেকে একমুঠ চুল হাতে নিয়ে,
আমরা চুল কুড়াই। একমুঠের দাম দশ টাকা,
উচ্চারিত শব্দেরা সত্যের আঘাতে উজ্জ্বল।
লজ্জা আমাকে সঠিক থাপ্পড় মারে।
আকাশে আশ্রম খুঁজি।
শিশুরা চুলের গন্ধ শুঁকতে শুঁকতে
কিছুটা সাফল্য নিয়ে চলে গেল ভয়শূন্য চোখে।
সুগন্ধি চুলের ছোটো ছোটো বল
আরো ফেলে দিক রমণীর দল।