কবিতা
মারুফুল ইসলাম
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৫ এএম
ঘরে ও বাইরে তোর জুড়ি পাওয়া ভার
অভিনয়ে তুই সবার ওপরে সেরা
পাদপ্রদীপের আলোর বৃত্তে তুই
অন্ধকারের বহির্বৃত্তে ঘেরা
চোখের আড়ালে বাতাসে চোখের জল
কাটা ঘুড়ি হয়ে দীর্ঘশ্বাসে উড়ি
জমার আদলে সঞ্চয়ে ব্যয়ভার
সময় হচ্ছে সন্তর্পণে চুরি
পিচ্ছিল থেকে পিচ্ছিলতর ভূমি
তার মাঝে তুই কী করে বাঁধবি বাসা
দেহঝরা ঘামে আমি তো দিনমজুর
রক্তপ্রবাহে শত জন্মের চাষা
এনেছি নিজের পরিচয় নিজে লিখে
এসেছি নদীর তীরভাঙা ঢেউ বুকে
বুঝেছি আদপে সত্যিমিথ্যে মিছে
চাইছি যা কিছু হিসেব যাক-না চুকে
এই হেমন্তভরা দুরন্ত ঘৃণা
ফসলের সোনারং মুছে যায় দ্রুত
উত্তর বলে ফিরে চাই দক্ষিণা
প্রেমের প্রবাদে তবু আমি আপ্লুত