কবিতা
মারুফ রায়হান
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০২ এএম
পিশাচিনী-পিষ্ট ওই অবরুদ্ধ মুমূর্ষু নগর
বিচিত্র নখরে ছিন্ন দীর্ণ বীজতলা কবিতার
সব ভোলানোর জাদু জানে সকরুণ এ-অরুণাপল্লী
বর্ষা স্নানরত অপার্থিব এক শান্তিধাম
এইখানে ডানাচ্যুত ক’জন গায়ক-পাখি
ফিরে পেলো উড্ডয়ন শক্তি, হারানো পালক
মাৎস্যন্যায় পেরোনো হাঁসফাঁস এক মৎস্যমানবী
চাইলো বৃষ্টির সুতো ছুঁয়ে সাঁতরাতে মেঘসরোবরে
দীর্ঘাঙ্গি সারস গূঢ় গ্রীবা নামিয়ে রইলো বসে দিনমান
ক্লান্তপ্রাণ মোহনীয় ভাস্কর্য-ভঙ্গিতে
সবুজ-সাম্রাজ্যে এসে বিদগ্ধ বিষণ্ন ফুসফুস
জিভে তুলে নিলো সবুজাভ সুরা
শুধু বৃষ্টিসুধা আজ প্রার্থিত পানীয়
বর্ষাধ্বনিÑ কেবল সুরেলা গান
জলমগ্ন তৃণই একমাত্র বিশ্রাম-বিছানা
মেঘের ঠিকানা শুদ্ধ মাতালের মানস-মঞ্জিল
বরষার জলরঙ ছবি নিজেই নিজের চিত্রকর
তাতে চুমু খায় স্বপ্নোত্থিত বিহ্বল নিপল্
এইখানে সুদর্শন হরিণের মৌনতা মুছে যাক
মৃত নক্ষত্রের ঘুম ঘুচে যাক, যুক্ত হোক জন্মান্তর
নগরে নিহত যতো নান্দনিকতার নৃত্যের উচ্ছ্বাসে
দূর অতীতের রোদে ঝলসানো মৃত্তিকা-দেয়াল ফুঁড়ে
অলৌকিক যে-হাওয়ার মৃদু লাফÑ ঝালর-ঝাপট
তার সংকল্প জানি শুধু আমি : দলছুট অস্থির জোনাকি
পাতার পরম ইচ্ছা, অন্ধকার এবং জ্যোৎস্নার
দ্বন্দ্ব, আর প্রকৃতিসম্মত ছন্দ যে জানে না
হাড়ের ভেতরে বসে তার সে-হাওয়া আজ
নিশ্চিত শোনাবে এ-কার্তিকে কোমলগান্ধার