কবিতা
টোকন ঠাকুর
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৯ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৫ পিএম
এর কোনও মানে আছে খোকা, এর কোনও মানে আছে?
তিরতির করে কাঁপে জল, ঝিলের কিনারে দিন
কী কারণে কোন পাখি বাসা বোনে কেন কোন গাছে?
পালিয়ে যাওয়ার আগে ভালোবাসা থাকে অন্তরিন?
এর কোনও মানে নেই খুকি, এর নেই কোনও মানে
সম্পর্ক পালাতে চাইলে তাকে হাত ধরে বলা, ‘থাকো’
গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত যেভাবে যাকে যেদিকে টানে
হয়তো বৃক্ষ বলেন, ‘এসে আমাকে জড়িয়ে রাখো’
তারও কোনও মানে আছে? বলা যায়, কোনও মানে নেই
উড়ে এসে পড়ে আছে বারান্দায় কোনও এক পাতা Ñ
পাতাগাছটির খবর কি আজ Ñ আমি সত্যিই জানিনে
কত শব্দ-বাক্যে ভারী বুক Ñ বুকটা যখন খাতা
সেখানে রচিত কবিতারা থেকে যায় গ্রন্থহীন
এটাই তো রোম্যান্টিসিজম, ঝিলের কিনারে দিন...