মেহেদী ইকবাল
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০৮:৫৮ এএম
ঘোলাটে চাঁদের আলো
ঘোলাটে যুগল চোখ
ঘোলাটে আশ্বিনের রাত
ঘোলাটে জল ডোবার
ডোবায় নেমেছে কারা
ক্ষিপ্রতা আঙুলের
কার হাতে উঠছে লাফিয়ে
বড় একটা ঘোলাটে মাছ?
ঘোলাটে মাছের দিকে
লোভী এক তাকাচ্ছে বেড়াল
ঘোলাটে সামনে চোখের
আরো বেশি ঘোলাটে বেড়াল!