আতাহার খান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২০ পিএম
এখন আমি সম্পূর্ণ এক স্বাধীন মানুষ,
ঘাতক চাকার নগ্ন হাসি,
সাপের ফণায় বিষ তোলা ঝড়,
জীবনক্ষয়ী বায়ুদূষণ
সব কিছু আজ মাড়িয়ে যাই- উপরন্তু
মেঘে মেঘে বজ্র ফাটার শব্দগুলো সঙ্গে নিয়ে জাগাই সাহস।
কে এসেছো চুপিসারে একলা আমার মুখোমুখি?
কেন তুমি আগলে রাখছ পিচঢালা পথ?
সরে দাঁড়াও- পলকবিহীন আমার দু চোখ
স্বপ্ন হয়ে কাটছে সাঁতার- ভরা পদ্মায় ঢেউ জেগেছে,
আমাকে আজ রং ছড়িয়ে ছুঁয়ে যাচ্ছে রুপোলি মাছ!
এই বুকে আজ আকাশ-ভরা আবেগ শুধু
আশায় বাসা, যত্নসহ সাজানো রুম,
নিরিবিলি সময়গুলো নানান রঙের স্মৃতি হয়ে
ভাসছে পাশে, তবু তুমি থামিয়ে দাও
দেয়াল তুলে পথ চলাচল- কেন হঠাৎ
কেড়ে নিচ্ছো মত প্রকাশের স্বাধীনতা?
যাবই আমি একলা যাব,
কান পেতে কী শুনতে পাচ্ছো-
আমাকে আজ ডাকছে দেখো- স্লোগানমুখর উত্তাল রাজপথ।